এক অ্যাপে ক্রিকেটের সব খবর । বাংলাদেশের আবেগের আরেক প্রতিশব্দ যেন ক্রিকেট। রূপে-রঙে ক্রিকেটকে নিয়ে মাতামাতির শেষ নেই এই ষোল কোটি জনতার। ক্রিকেট পাগল এই জাতির জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে নির্মিত মোবাইল অ্যাপ্লিকেশন “ক্রিকেট বাংলাদেশ”। অনন্য সব ফিচার আর সেবার মানোন্নায়নের মাধ্যমে সেই উন্মাদনাকে অন্য রূপে নিয়ে গেছে “ক্রিকেট বাংলাদেশ”। বাংলায় লাইভ স্কোর, প্লেয়ার প্রোফাইল, ম্যাচ শিডিউল কিংবা নিউজসহ রয়েছে রকমারী সব ফিচার। সোজাসাপ্টা আলো ফেলি সেই সব ফিচারের ওপরেইঃ
* হোমঃ হোম পেজের একদম শুরুতেই থাকবে পরবর্তী সকল ম্যাচের সময়সূচী যা চক্রাকারে চলতে থাকবে। এছাড়াও থাকবে সর্বশেষ নিউজ আপডেটের হেডলাইনসমূহ।
* লাইভস্কোরঃ বাংলাদেশের সবগুলো ম্যাচের সরাসরি স্কোর আপডেট পাওয়া যাবে সম্পূর্ণ বাংলায়। উপরন্ত থাকবে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ সব ম্যাচের লাইভ স্কোর আপডেট।
* নিউজঃ বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট দল সংক্রান্ত সর্বশেষ যে কোন খবর জানতে চোখ রাখুন এই ফিচারে।
* রাংকিং ক্রিকেটের তিনটি ফরম্যাটেই বাংলাদেশী ক্রিকেটারদের তিনটি বিভাগেই সর্বশেষ র্যাংকিং এর পাশাপাশি থাকছে তিন ফরম্যাটের সেরা দলগুলোর র্যাংকিং।
* টাইগার জোনঃ পরিপূর্ণ স্ট্যাটিস্টিক্সসহ সকল খেলোয়াড়দের প্লেয়ার প্রোফাইল পাওয়া যাবে এখান থেকে।
* ফিক্সচারঃ চলমান ও পরবর্তী সকল সিরিজের ম্যাচ শিডিউল থাকছে একদম হাতের কাছেই। এছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ সব ম্যাচের পরিপূর্ণ পরিসংখ্যান।
* ক্রিকেট আড্ডাঃ আপনার ফেসবুক, টুইটার বা গুগল প্লাস এর মতো সামাজিক যোগাযোগের মাধ্যম তো বটেই নিজস্ব ইমেইল এড্রেসের সাহায্যেও খুলতে পারেন নিজের প্রোফাইল। যা থেকে শেয়ার করতে পারেন নিজের মতামত বা কোন ছবি অথবা কমেন্ট করতে পারেন অন্যের পোস্টেও। এছাড়াও লাইক অপশন তো থাকছেই। সেটিংস অপশন থেকে আপনি ঠিক করে নিতে পারেন আপনার নোটিফিকেশন এবং ভাইব্রেশনের এলার্টসমূহ।
সবশেষে থাকছে আপনার পছন্দ বা অপছন্দের ভিত্তিতে অ্যাপটিকে রেটিং দেওয়ার সুবিধাও।
অ্যাপটিতে খেলার সর্বশেষ খবরগুলো সাজানো আছে। এতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নানা ভিডিও, সর্বশেষ খবর এবং খেলোয়াড় ও দলের র্যাংকিংয়ের তথ্য।খেলা চলাকালীন সময় টেলিভিশনের সামনে না থাকলেও এটির সাহায্যে লাইভ স্কোর দেখার সুবিধা। তবে সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।অ্যাপের ‘টাইগার্স’ অপশনে রয়েছে বাংলাদেশ দলের সব সদস্যের পরিচিতি এবং তিন ফরম্যাটে তাদের সর্বশেষ পরিসংখ্যান।অ্যাপ্লিকেশনটি চমৎকার একটি অপশন হলো স্যোসাল মিডিয়া। এখানে ক্রিকেট নিয়ে স্যোসাল মিডিয়াতে আলোচনাগুলো দেখে নেয়া যাবে। আপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ADDITIONAL INFORMATION
Updated : June 16, 2019
Size : 7.2M
Installs : 100,000+
Current Version : 25.19.6.16
Requires Android 4.1 and up
Content Rating Rated for 3+
Offered By : Dream 71
Developer Visit website http://www.dream71.com/
Gmail: [email protected]
House No 16 ( Level -5),Block A Basundhara R/A,Dhaka 1229 Bangladesh
নিচের গুরত্ব পুর্ণ লিংকগুলো দেখে আসতে পারেন।
খুব গুরত্বপূর্ণ মনকাড়া সর্বদা পালনীয় কতগুলো উপদেশ
পরিসংখ্যানের জনগুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
হাশরের ময়দানে মানুষ ১২টি কাতারে বিভক্ত হবে
মান্না দে সাহেবের পরিচয় ও জনপ্রিয় গান সমূহঃ
সমাজে প্রচলিত একটা মিথ্যা বাক্য।
দেহের শক্তির যুক্তি নয়, যুক্তির শক্তি চাই
প্রিয় পাঠক এক অ্যাপে ক্রিকেটের সব খবর পাঠ টি কেমন লাগল দয়া করে জানাবেন।